বর্তমান সময়ের তরুণ ও জনপ্রিয় খেলোয়াড় আফিফ হোসেন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে ভালো ব্যাটিং পারফরম্যান্সের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি মধ্যপ্রাচ্যে চলমান আইপিএল এর ২য় পর্বের জন্য পাঞ্জাব কিংসে ৮০ লক্ষ টাকার বিনিময়ে খেলতে যাচ্ছেন।
এই তথ্য সঠিক নয়। দী ডেইলি স্টার এবং চ্যানেল ২৪ এর ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বললে তারা জানান যে, এ ধরণের কোনো সংবাদ তাদের কাছে আসেনি।আফিফ পাঞ্জাব কিংসে খেলতে যাচ্ছেন অথবা তাকে আইপিএলের কোন দল নিতে চাইছে এধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আফিফ কিংবা বিসিবি থেকে তারা পায়নি।
এছাড়াও,Factখুঁজি এই তথ্য নিয়ে পাঞ্জাব কিংসের ভেরিফাইড ফেইসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে খোঁজ করে এমন তথ্যের সততা পায়নি। কিন্তু অনেকেই ফেসবুক প্রোফাইল থেকে বিভ্রান্তিমূলক ক্যাপশন লিখে বিভিন্ন গ্রুপে এই ভুয়া তথ্য ছড়িয়ে যাচ্ছেন। বেশকিছু ইউটিউব চ্যানেলে থেকেও এই এমন তথ্য ছড়ানো হচ্ছে।
BD SportNetwork নামে একটি ভ্যারিফায়েড ইউটিউব চ্যানেল এই ভুয়া তথ্যটি হাজার হাজার মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং এই ভুয়া সংবাদ প্রচারের কারণে আফিফ ভক্তদের মাঝে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
BD Sports Network চ্যানেলে আফিফকে নিয়ে করা এই ভুয়া নিউজের ভিউ সংখ্যা ২ লক্ষ ৬২ হাজারের উপরে। কয়েকটি ইউটিউব চ্যানেল আফিফের টাকার পরিমান কয়েক কোটি বলা হয়েছে। কিন্তু Factখুঁজি এমন তথ্যের আংশিক সত্যতাও খুঁজে পায়নি।