চকরিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে বহুল আলোচিত মা ও মেয়েকে নির্যাতনকারী চেয়ারম্যান পলাতক রয়েছে। কিন্তু তাকে আটকের ভুয়া খবর ফেসবুকে ভাইরাল হয়েছে।এক্ষেত্রে আটক আরেক ব্যক্তির এডিট করা ছবি ব্যবহার করা হয়েছে।
Factখুঁজির অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ছবিটি পুরাতন এবং এডিট করা। ২০১৮ সালে প্রতারণার অভিযোগে RAB এর হাতে আটক শাহীন আলম নামের এক ব্যক্তির ছবিতে মাথার অংশ এডিট করে সেখানে ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের মাথা বসিয়ে দাবি করা হচ্ছে যে তাকে আটক করা হয়েছে। এই ছবিটি ফেসবুকে অনেক ভাইরাল হচ্ছে।
প্রথম আলোর চকরিয়া সংবাদদাতা এস এম হানিফ জানান, চেয়ারম্যান মিরানুল এলাকাতেই আত্মগোপনে আছেন। তবে পুলিশ দাবী করছে যে সে পলাতক এবং তাকে আটক করার চেস্টা চালিয়ে যাচ্ছে।
আটকের খবরটি ভাইরাল করতে মুখ্য ভূমিকা রাখে দৈনিক জনকণ্ঠের একটি রিপোর্ট। ২৪ আগস্ট “মা-মেয়েকে নির্যাতনকারী সেই চেয়ারম্যান গ্রেফতার” শিরোনামে নিউজ প্রকাশ করার পর থেকে তা ফেসবুকে শেয়ার শুরু হয়। এই নিউজের সুত্র ধরে অনেকে চেয়ারম্যান গ্রেফতার হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিলে সেটা ভাইরাল হয়।