“বাংলাদেশে গনতন্ত্র শীঘ্রই পুনুরদ্ধার করা হবে—জো বাইডেন” এই শিরোনামটি সময় টিভির বরাত দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। সময় টিভির টিকারে বলা হয়, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে গণতন্ত্র শীঘ্রই পুনরুদ্ধার করা হবে। এটি ভুয়া, ভিত্তিহীন।
যাচাই করে দেখা গেছে, সময় টিভি এমন কোন সংবাদ প্রকাশ করেনি। সময় টিভির অফিশিয়াল ওয়েব পেজে এ ধরনের কোন সংবাদ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন এমন বক্তব্য প্রদান করলে তা দেশের অন্যসব সংবাদমাধ্যম গুরুত্ব সহকারে প্রকাশ করার কথা। কিন্তু বাংলাদেশের অন্য কোন মিডিয়াতে বাইডেনর বক্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
মূলত কয়েকটি ফেসবুক আইডি থেকে এধরণের অপরপচার চালানো হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে। আর সময় টিভির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে ভুয়া তথ্যটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য। যে স্ক্রিনশট বা ছবি ব্যবহার করে অপপ্রচার করা হয়েছে সেটিও এডিট করে বানানো হয়েছে।
Factখুঁজির অনুসন্ধানে দেখা যায়, Shakil Hassan নামের এক ফেসবুক আইডি থেকে নভেম্বরের ১৪ তারিখে একটি পোস্ট শেয়ার করা হয় মির্জা ফকরুল ইসলাম আলমগীর ফেসবুক গ্রুপে। সেখান থেকেই মূলত ভুয়া তথ্যটি ছড়িয়ে পড়ে। পরের দিন ১৫ নভেম্বর আরেক আইডি Ahmed Roni একই স্ক্রিনশট দিয়ে পোস্ট দিলে ভুয়া তথ্যটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়।
ফ্যাকচেকঃ
জো বাইডেনের বরাত দিয়ে ‘বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে’ বলে ফেসবুকে ছড়ানো বক্তব্যটি ভুয়া ও ভিত্তিহীন।