“ধর্ম যার যার উৎসবও তার তার” একথা নায়ক আলমগীর বলেননি

“ধর্ম যার যার উৎসবও তার তার” এরকম একটি বক্তব্য চিত্রনায়ক আলমগীর করেছেন বলে ফেসবুকে ভাইরাল হয়েছে। কিছু ওয়েবসাইট একই ধরনের নিউজ করেছে। এসব নিউজ ও ফেসবুক পোস্টে দাবী করা হয়, মুসলিমদের ধর্ম থেকে বিচ্যুত করতেই এক শ্রেণীর মানুষ এই প্রবাদটি ব্যবহার করছে। আরও দাবী করা হয়, “দুর্গা পুজা সকল ধর্মের লোকদের উৎসব প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে সাহসী বক্তব্য রাখলেন বাংলা সিনেমার এক সময়ের পর্দা কাপানো নায়ক আলমগীর।“

তবে কোথায়-কখন আলমগীর একথা বলেছেন সেটা লেখা নেই। দু-একটি পোস্টে দাবী করা হয় তিনি তাঁর ফেসবুক পেইজে একথা পোস্ট করেছেন। কিন্তু Factখুঁজির অনুসন্ধানে এসব দাবীর সত্যতা মেলেনি।

নায়ক আলমগীরের কোন ভ্যারিফাইড ফেসবুক পেইজ বা ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। তবে তার আনভেরিফাইড ফেসবুক পেইজ রয়েছে (লিংক-https://www.facebook.com/alomgir1966)। এছাড়া MA Alamgir নামে তার আনভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে। সেখানেও এমন কোন বক্তব্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা গেছে, নায়ক আলমগীরের নামে অপপ্রচারটি সূত্রপাত হয় ২০১৬ সালে। মূলত ”Quran Al Sunnah” নামের এক ফেসবুক পেইজ থেকে নায়ক আলমগীরে কমেন্ট দাবী করে একটি পোস্ট করা হয় ২০১৬ সালের ১৩ অক্টোবর। সাথে বিডিনিউজ২৪ এর একটি ছবি ব্যবহার করে। এটা ৩৫ হাজারের অধিক শেয়ার হয়েছে এবং প্রায় ২০ হাজার মানুষ পোস্টে কমেন্ট করে। 

নতুন করে মিথ্যা এই তথ্যটি ভাইরাল করা হয় মিজানুর রহমান আজহারি নামে খোলা এক ফ্যান পেইজ থেকে ১৪ অক্টোবর (বুধবার)।

বিডি সংবাদ ৭১ (bdsongbad71.com), eyenewsbd.com, আলোকিত বাংলাদেশ২৪ ডট কম (alokitobangladesh24.com) সহ আরও কিছু নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল নায়ক আলমগীরের নাম ব্যবহার করে গত দুইদিন বিভ্রান্তি ছড়িয়েছে।

Factখুঁজির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কিছু ফেসবুক পেইজ, গ্রুপ এবং অনলাইন নিউজ পোর্টাল সংঘবদ্ধভাবে কাজটি করেছে ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। যাচাই করে দেখা যায়, ধর্মকে ব্যবহার করে তারা প্রায় এমন বিভ্রান্তি ও উস্কানিমুলক প্রচার চালায়।  

এ বিষয়ে জাগো নিউজ “ফেসবুকে ধর্মীয় উস্কানি, সাবধান করলেন নায়ক আলমগীর” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে আলমগীর বলেন, “ধর্ম নিয়ে আমি কোন প্রকার মন্তব্য কোথাও লিখিনি। অথচ আমার নামে ভুয়া ফেসবুকে পেজ খুলে কারা যেনো এসব প্রকাশ করে যাচ্ছে। অনেকে আমার নাম উল্লেখ করে দিয়ে তাদের স্ট্যাটাস, মন্তব্য আমার নামে চালিয়ে দিচ্ছেন। কেন, কী উদ্দেশ্যে আমার নামের এমন ক্ষতি করছেন তা বোধগম্য নয়।“

ধর্ম ও উৎসব নিয়ে চিত্রনায়ক আলমগীরের যে বক্তব্য ভাইরাল হয়েছে তা ফেইক (fake)।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.