তালিবানরা আর্থিক অনুদান না করায় দলের খেলোয়াড় মোহাম্মদ নবীর ব্যক্তিগত আর্থিক সাহায্যে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আফগানিস্তান দল এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। যেটি সম্পূর্ণ মিথ্যে একটি তথ্য।
গত ২৭ তারিখ থেকে মিথ্যে এই তথ্যের সাথে মোহাম্মদ নবীর কান্নার একটি ছবি যুক্ত করে বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের প্রোফাইল এবং পেইজে শেয়ার করে। অনেকেই এই তথ্যে বিভ্রান্তির শিকার হয়েছে। লাইক ও কমেন্ট করছে। পাশাপাশি নিজের টাইমলাইনেও তা শেয়ার করেছেন অনেকে।
Factখুঁজি যাচাই করে দেখেছে, মূলত ২৫ অক্টোবর স্কটল্যান্ডের সাথে আফগানিস্তানের খেলা শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন মোহাম্মদ নবী আবেগে কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে সেই কান্নার ছবি সামাজিব মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবি দিয়েই মনগড়া গল্প লিখে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
এ নিয়ে ইংরেজী দৈনিক নিউ এজের স্পোর্টস এডিটর সুজন মেহেদী বলেন, ”এ ধরণের কোন খবর আমরা এখন পর্যন্ত পাইনি। চোখেও পড়েনি এমন কিছু। খবরটি মিথ্যে” প্রথম আলোসহ দেশের ক্রীড়া সাংবাদিকের অনেকেই একই মত প্রকাশ করেন। তাদের মতে, মোহাম্মদ নবীর টাকায় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে আফগানিস্তান দল তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন। সেটি হলে অনেক বড় খবর হতো। যা চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এ ধরণের কোন তথ্য Factখুঁজিও খুঁজে পায়নি। বিভিন্ন দেশী এবং বিদেশী সংবাদ মাধ্যমে এমন কোন খবরও দেখা যায়নি। বরং দেশ বিদেশের সংবাদ মাধ্যমে উল্টো চিত্র; তালেবানদের পক্ষ থেকে আফগানিস্তান ক্রিকেট দলকে পূর্ণ সমর্থন দেয়া হচ্ছে এমন সব খবর। আফগানিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ ল্যান্স ক্লুজনার (Lance Klusener) তালিবানদের ক্রিকেটের প্রতি সহযোগীতার প্রশংসা করেছেন এমন সংবাদ প্রকাশিত হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, Sediki Group নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠান এবারের বিশকাপে আফঘান দলের স্পন্সর। অথচ, কিছু ব্যক্তবর্গ প্রচার বা নিজ স্বার্থ হাসিলের জন্যই এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। আর এতে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে।
আপনি যা দেখছেন এবং পড়ছেন তার সত্য না মিথ্যে যাচাই করুন। মিথ্যে প্রচার থেকে বিরত থাকুন। কোনো সংবাদ নিয়ে সন্দেহ হলে আমাদের জানাতে পারেন। আমরা সঠিক তথ্য তুলে আনবো আপনাদের সামনে।
info.factkhujii@gmail.com ইমেইল অথবা ফেসবুকে যোগাযোগ করুন।