শনিবার মধ্যরাত থেকে মেজর (অব) সিনহা রাশেদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব Rapid Action Battalion (RAB) এর নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলমকে দেওয়া হয়েছে জানিয়ে অনেকে Breaking news হিসেবে ফেইসবুকে পোস্ট করা শুরু করে যা একটি গুজব এবং মিথ্যা প্রচার।
মেজর (অব) সিনহা হত্যা মামলার তদন্ত করছে RAB, কোন নির্বাহী ম্যাজিস্টেটকে এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়নি। RAB এর একাধিক কর্মকর্তার সাথে কথা বলে সিনহা হত্যা মামলার তদন্তের ভার নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলমকে দেয়া হয়েছে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
এই গুজবটি ছড়ানোর জন্য অনেকে তাদের ফেসবুক পোস্টে নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলমের পুরাতন ছবি ব্যবহার করেছে যেন মানুষ তা বিশ্বাস করে। গুজব, ফেইক নিউজ এবং বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এরুপ পন্থা অবলম্বন করা হয়ে থাকে।