Factখুঁজি প্রতিবেদক, ৩ জুলাই ২০২০
জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং অভিনেতা তাহসান খান এক সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন এমন খবর বাংলাদেশ এবং কোলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। একই খবর নতুন করে কিছু নিউজ পোর্টাল আবার প্রকাশ করছে। খবরের সাথে অনেকে একটি মেয়ের ছবি ব্যবহার করলেও কথিত সংবাদ পাঠিকার নাম বা পরিচয় কেউ উল্ল্যেখ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়ছে। এটি সত্য না।
ভুয়া অনলাইন পোর্টালের নিউজ শেয়ার না করার অনুরোধ জানিয়ে তাহসান নিজেই আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন। Factখুঁজির সাথেও তিনি আজ বিকেলে কথা বলেন। তিনি জানান,“মাস ছয়েক আগেও এরকম একটি গুজব প্রকাশিত হয়েছিল। সেসময় প্রথম আলোসহ অনেক মিডিয়া নিউজ করে। আবারও অচেনা একটি মেয়ের ছবি দিয়ে একই রকম খবর বের হলো। যার কোন সত্যতা নেই।”
তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব ফেইক অনলাইনের নিউজ শেয়ার না করার অনুরোধ জানান তাহসান।
প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, somoynews.tv মাস ছয়েক আগেই তার বিয়ের খবর প্রকাশ করে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাও তখন নিউজটি ছাপায়। সকলেই এমনভাবে শিরোনাম করে যেন বিয়ের বিষয়টা বি্শ্বাসযোগ্য মনে হয়। অথচ সংবাদটি পড়লেই বোঝা যায় যে এর কোন সত্যতা নাই। কোন কোন গণমাধ্যম এটাকে গুঞ্জন বললেও সবাই যথেষ্ট গুরত্বের সাথে খবরটি প্রকাশ করেছে।
গতকাল einews24.com নামের একটি নিউজ পোর্টাল পুরাতন সংবাদটি নতুন ভাবে প্রকাশ করলে moralnews24.com তাদের ফেসবুক গ্রুপে তাহসানের বিয়ের খবরটি ভাইরাল করে। এর পরিপ্রেক্ষিতে তাহসান ফেসবুক পোস্ট দিয়ে তার বিয়ে নিয়ে প্রকাশিত খবর শেয়ার না করার অনুরোধ করেন।