Factখুঁজি প্রতিবেদক, ৭ জুন ২০২০
সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে নানা আলোচনার মধ্যে তার চাঁদে জমির কেনার একটি খবর ভাইরাল হয়েছে বাংলাদেশ ও ভারতের অনেক মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক।
তার জমি কেনার খবর প্রথম প্রকাশ হয় ২০১৮ সালের জুনে। ভারত এবং বাংলাদেশি গণমাধ্যম তাদের বিনোদন পাতায় সুশান্তর চাঁদে জমি কেনার খবরটি ছাপায়। এর মধ্যে ভারতীয় সংবাদপত্র The Indian Express এবং বাংলাদেশী দৈনিক প্রথম আলো রয়েছে।
খবরে বলা হয়, বলিউডের এই তরুণ নায়ক চাঁদে ‘সি অব মস্কোইন্স’-এ নিজের জন্য একটি প্লট কিনেছেন। তবে চাঁদের যে প্রান্তে জমি কিনেছেন সেটা পৃথিবী থেকে দেখা যায় না। পুরাতন ওই খবরটি গত কয়েকদিন ধরে এমনভাবে প্রচার করা হচ্ছে ও এমন সব শিরোনাম দেয়া হচ্ছে যেন এটি একটি নতুন খবর। বিভিন্ন Facebook group ও পেজে শেয়ার করা হয়েছে।