কোভিড-১৯ আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে চেয়ে বেড পাননি, এমন একটি সংবাদ সময়নিউজসহ কয়েকটি অনলাইন নিউজপোর্টালে প্রকাশ হওয়ার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
মাশরাফি হাসপাতালে বেড পায়নি তথ্যটিকে মিথ্যা এবং গুজব বলে Factখুঁজিকে নিশ্চিত করেছেন মাশরাফির ভাই মুরসালিন বিন মুর্তজা। তিনি জানান, বাসায় থেকেই চিকিৎসা নেবেন মাশরাফি।
প্রথম আলোর অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি আজ সন্ধ্যায় সিএমএইচে গিয়েছিলেন, তবে ভর্তি হতে নয়, বুকে ব্যথা অনুভব করায় এক্সরে করাতে । হাসপাতাল থেকে মাশরাফি প্রথম আলোকে জানান যে তিনি ভালো আছেন। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতেই এক্সরে করাতে যান।
মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে গুজবে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন সেজন্য বিকেলে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তিনি লিখেছেন, “আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।”