ফটোচেক:
সামাজিক যোগাযোা মাধ্যমে বিশেষ করে ফেসবুকে প্রায়শই বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হতে দেখা যায়। এগুলোর অধিকাংশই পুরাতন এবং এডিট করা। প্রতারণা বা অন্য কোন উদ্দেশ্য হাসিলের জন্য একদিকে যেমন পুরাতন ছবি নতুন করে বা বিদেশের ছবি বাংলাদেশের বলে ছড়িয়ে দেয়া হয়, অন্যদিকে জোড়াতালি দিয়ে ছবি এমনভাবে বানানো হয় যেন মানুষ সেটাকে আসল মনে করে। না জেনে, না বুঝে অনেকে এরকম ফোটোতে লাইক দিয়ে, শেয়ার করে নিজেরদের বিপদ ডেকে আনছে। তবে ছবি যাচাই করে ফেসবুক ব্যবহারকারীরা এসব ঝামেলা এড়িয়ে চলতে পারে আর তা করা কঠিন কাজ না। ২টি টুলস (Tools) ব্যবহার কড়ে সহজেই ছবি যাচাই করা যায়।
Google Image Reverse Search-এর মাধ্যমে আমরা যেকোনো ধরণের ফটো/ ইমেজ পরীক্ষা করতে পারি, যার মাধ্যমে পাওয়া যাবে যে উক্ত ইমেজটি অতীতে কোথাও ব্যবহার হয়েছে কিনা বা এর সাথে যুক্ত কোনো সংবাদ ইন্টারনেটে আছে কিনা। এটি গুগল এর একটি সার্চ ইঞ্জিন মেশিন, যা গুগল ইমেজ রিভার্স ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত। নির্দিষ্ট কোনো ফটো এখানে আপলোড করলে উক্ত ফটো সম্পর্কিত ইন্টারনেটে থাকা সকল তথ্য পাওয়া যাবে।
যেভাবে এই Tool ব্যবহার করবেনঃ গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহারের পদ্বতি নিম্নে স্বচিত্র বর্ণনা করা হলোঃ প্রথমে image.google.com লিংকে প্রবেশ করে গুগল ইমেজের সাইটটি ওপেন করুন।
লাল চিহ্নিত অংশে ক্লিক করলে ইমেজ আপলোডের ডায়লগ বক্স ওপেন হবে।
অনলাইন থেকে কোনো ইমেজ আপনি সরাসরি যাচাই করতে চাইলে, পেস্ট ইমেজ ইউআরএল অংশে ইমেজ লিংক পেস্ট করে সার্চ বাই ইমেজ এ ক্লিক করুন। সেক্ষেত্রে ঐ বিষয়ে ইন্টারনেটে থাকা সকল তথ্য উঠে আসবে।
URL-এর পাশে Upload an image অংশে ব্রাউজ বাটনে ক্লিক করলে ফাইল আপলোডের একটি বক্স ওপেন হবে।
যে ছবি/ইমেজ যাচাই করতে চান সেটা select করে Choose File বাটনে চাপ দিলে ইন্টানেটে ঐ ইমেজ সংক্রান্ত সকল তথ্য উঠে আসে।
এভাবেই একটি ইমেজ সম্পর্কে সকল তথ্য পাওয়া যায়।
অনেক সময় পুরনো কোনো ছবি নতুন করে একই বা ভিন্ন প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়। সেক্ষেত্রে গুগল ইমেজ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলোঃ
কিছুদিন পূর্বে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় করোনাভাইরাসে আক্রান্ত শিশুকে কোনো হাসপাতালে ভর্তি করতে না পেরে বাবা তাকে কোলে নিয়ে মুগদা হাসপাতালের সামনে ফুটপাতে বসে পড়েছে। Factখুঁজির অনুসন্ধানী টিম ছবিটিকে গুগল রিভার্স ইমেজ ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আবিস্কার করে ছবিটি মিশরের এবং Fareed Kotb নামে মিশরের এক ফটোসাংবাদিক কায়রো শহর থেকে ছবিটি তোলেন।
এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।