বিশ্ববিখ্যাত অভিনেতা, বডিবিল্ডার এবং রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগারের একটি ছবি সামাজিক মাদ্ধমে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যায় শোয়ার্জনেগার তার নিজের মূর্তির সামনে ঘুমিয়ে আছে। সামাজিক মাধ্যমে অনেক পোস্টে দাবি করতে দেখা যায় তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর থাকাকালীন যে হোটেলটি উদ্বোধন করেছিলেন সেখানে পরবর্তীতে তাকে একটি রুম দিতে অস্বীকার করায় তাকে রাস্তায় ঘুমাতে হয়েছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ক্যাপশন ছিল “বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জ নেগার তার নিজের সুবিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে নিদ্রিত অবস্থার একটা ফটো পোষ্ট করেন এবং ক্যাপশন লিখেন, সময় কিভাবে বদলায়।”
Factখুঁজির অনুসন্ধানে দেখা যায় শোয়ার্জনেগার তার সামাজিক মাধ্যমে অর্থ্যাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ২০১৬ সালে এই ছবিটি পোস্ট করেন এবং লিখেন “How times have changed”. ছবিটি একটি সিনেমার যা তিনি হয়তো মজা করার জন্য শেয়ার করেন।
“সময় কিভাবে বদলায়” দাবিটি সত্য হলেও এর সঙ্গে জুড়ে দেয়া গল্পটি পুরোপুরি মিথ্যে এবং মনগড়া। তাছাড়া ছবিটি কোন হোটেলের সামনের না, এটা একটা কনভেনশন সেন্টার।
এই ছবিকে ঘিরে দুনিয়ার অনেক দেশে বিভ্রান্তি ছড়ায়। বাংলাদেশ ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রথম এটা ভাইরাল হয়। তারপর ২০২০, ২০২১ সালেও অনেক ফেসবুক ব্যবহারকারী ছবির সাথে গল্পটি জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ায়। নতুন করে ৩ জানুয়ারী থেকে এটা আবার ভাইরাল হতে থাকে Adv Lokman Choudhury Rabby নামের এক ব্যক্তি তার ফেসবুকে পোস্ট দিলে। আজ জানুয়ারী ৭ তারিখেও কেউ কেউ ছবির মনগড়া গল্প নিয়ে ফেসবুকে পোস্ট করছেন।
কিছু ব্যক্তিবর্গ তাদের নিজস্ব সুবিধা হাসিলের জন্য এ ধরণের মিথ্যা তথ্য প্রচার করেন। অনেকে আবার না জেনে কিংবা সত্য মিথ্যা যাচাই না করেই শেয়ার করেন। এতে করে মানুষ বিভ্রান্ত হয়।
যেকোনো তথ্যের সত্যতা যাচাই করুন। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে আমাদের জানাতে পারেন। আমরা সঠিক তথ্য তুলে আনবো আপনাদের সামনে। info.factkhujii@gmail.com ইমেইল অথবা ফেসবুকে যোগাযোগ করুন।