সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুর গুজব

আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদেস্য অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার খবর শনিবার মধ্যরাত থেকে ছড়িয়ে পড়ে। dainikshiksha.comসহ কয়েকটি টিভি চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টাল তার মারা যাওয়ার সংবাদ প্রকাশ করলে ফেসবুকেও এমন খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করা ছাড়াও সাবেক এই মন্ত্রী “আর নেই” বলে অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যুর মিথ্যা সংবাদ ভাইরাল হয়।

“সাহারা খাতুন জীবিত আছেন। তিনি মারা গেছেন এমন সংবাদ প্রকাশ করা এবং গুজব ছড়ানো খুবই দুঃখজনক,” Factখুঁজির কাছে এভাবেই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান আজ বিকেল সাড়ে চারটায় ইউনাইটেড হসপিটাল থেকে জানান যে সাবেক মন্ত্রী এখনো আইসিইউতে আছেন। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আজ একটু ভাল। তিনি কথা বলেছেন।

Factখুঁজির প্রযুক্তিবিদগন গত রাত থেকেই সাহারা খাতুনকে নিয়ে মিথ্যা সংবাদ এবং গুজব নিয়ে অনুসন্ধান করে। দেখা যায়, dainikshiksha.com প্রথম মিথ্যা খবরটি প্রকাশ করে। এর পর পরই www.gunjon24.com, www.gonojoy.com ও www.BANGLARKHABAR24.COM একই ধরনের সংবাদ করে।

এর মধ্যে www.gonojoy.com ছাড়া বাকী তিনটি ওয়েবসাইট কয়েক ঘণ্টার মধ্যেই খবরটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়। কিন্তু তার আগেই dainikshiksha.com এর সংবাদিট ৬১৯ বার, BANGLARKHABAR24.COM এর খবরটি শতাধিকবার ও gonojoy.com এ প্রকাশিত খবরটি ৯১ বার শেয়ার হয়েছে।

অন্যদিকে www.gonojoy.com এর ওয়েবসাইটে সকাল পর্যন্ত খবরটি ছিল এবং সরিয়ে নেয়ার পূর্বমুহুর্ত পর্যন্ত ১৭৪ বার শেয়ার হয়েছে। আর এভাবেই মিথ্যা সংবাদটি ভাইরাল হয়।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় সাহারা খাতুনকে ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.