Factখুঁজি প্রতিবেদক, ২৯ জুন ২০২০
গত শনিবার (২৭ জুন) একটি ছবি বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে যা বর্তমানে ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবী করা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত শিশুকে কোনো হাসপাতালে ভর্তি করতে না পেরে বাবা তাকে কোলে নিয়ে মুগদা হাসপাতালের সামনে ফুটপাতে বসে পড়েছে। হাতে একটি ব্যাগ এবং খেলনা নিয়ে তিনি এবং শিশুটি ঘুমিয়ে আছেন বলে মনে হচ্ছে। এটি অপপ্রচার ও বিভ্রান্তিকর।
এই ছবিটি মিশরের এবং Fareed Kotb নামে মিশরের এক ফটোসাংবাদিক গত ঈদুল ফিতরের দিন মিশরের রাজধানী কায়রো শহরের Mohandessain district থেকে ছবিটি তোলেন। পরবর্তীতে ৮ জুন তিনি Facebook-এ ছবিটি শেয়ার করে বড় একটি পোস্ট দেন, যা নিচের লিঙ্কে দেখা যাবে।
https://www.facebook.com/Fareedkotb/posts/3201102729953122
নিজস্ব অনুসন্ধান ছাড়াও Factখুঁজি কায়রোর সিনিয়র সাংবাদিক Nourhan Magdi Ibrahim-এর সাথে যোগাযোগ করে ছবির সত্যতা এবং ফটোসাংবাদিক তার পোস্টে কি লিখেছেন তা যাচাই করে। Egypt Today Magazine-এ কর্মরত এই সাংবাদিক নিশ্চিত করেন যে ছবিটি কায়রো শহরের। তিনি বলেন ফটোসাংবাদিক ঐ ব্যক্তির (আহমেদ জামিল খলিল) সাথে কথা বলে জানতে পারেন যে তিনি গৃহহীন এবং ৩ বছরের শিশু কন্যাকে (জুমানা) নিয়ে চাকরির চেষ্টা করছে। শিশুটির বয়স যখন ২ মাস তখন তার মা তাকে ছেড়ে যায়।
“তিনি driving license এর জন্য আবেদন করেছেন কিন্তু সেটা পেতে দেরি হচ্ছে। কারন driving license পেতে শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজন হয় আর সেটা তার নেই,” ফটোসাংবাদিকের পোস্ট অনুবাদ করে Nourhan Factখুঁজি জানান।
Fareed Kotb এর পোস্টের উপর ভিত্তি করে ১১ জুন আলজাজিরা all-Arabic channel একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে। নিউজ লিংকঃ https://bit.ly/31mq4g9
কারা ছবিটি বাংলাদেশে ছড়াল?
ছবিটি বাংলাদেশে ভাইরাল করা শুরু করে ২৭ জুন মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম (https://www.facebook.com/mirsarainews24/) নামের একটি Facebook group. যদিও আজ সকালে এই ফেইক পোস্ট সরিয়ে নেয়া হয়। তবে delete করার পূর্বে তাদের পোস্টে ১০০০ এর বেশী মানুষ react করে এবং প্রায় ১০০ শেয়ার হয়। এর পর “সাংবাদিক ইলিয়াস হোসাইন সমর্থকগোষ্টি” নামের একটি ফেসবুক পেজ মিশরের ছবিটি ভাইরাল করার কাজে যুক্ত হয়। এটি তার লিংকঃ https://m.facebook.com/story.php?story_fbid=3625965637430471&id=2829708853722824 এই পেজের পোস্ট ১০৯ জন শেয়ার করে এবং ৫০২ জন react করে।
Factখুঁজির অনুসন্ধানে দেখা যায়, Kuasha Chowdhury নামের এক Facebook ID থেকেও বিভিন্ন গ্রুপে এটি ভাইরাল করতে সহায়তা করা হয়। তবে vairal হওয়ার পর এই পেজটি deactive করে রাখা হয়েছে।
এছাড়াও আরও অনেক ফেসবুক গ্রুপে এটি শেয়ার হয়েছে। শত শত ID থেকেও মিশরের এই ছবি বাংলাদেশের বলে ছড়ানো হয়েছে এবং এখনো তা ছড়াচ্ছে।
পরবর্তীতে ফটোসাংবাদিক Fareed Kotb ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো অডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।