Factখুঁজি প্রতিবেদক, ২৯ জুয় ২০২০
ঘুষ না পেয়ে পুলিশ এক কিশোর ডিম বিক্রেতার সব ডিম ভেঙ্গে দিয়েছে এমন একটি নিউজ ভিডিওসহ ফেসবুক এবং বেশ কিছু ওয়েব সাইটে সম্প্রতি ভাইরাল হয়।
সময় টিভির অনলাইনেও ঘটনাটি দুই পুলিশ ঘটিয়েছে বলে উল্লেখ করেছে।“ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙ্গে দিল পুলিশ” সময় টিভির অনলাইনে এমন শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হয়, মনে করে ঘটনাটি বাংলাদেশের পুলিশ ঘটিয়েছে।
আসলে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ১৪ বছরের ছেলেটি ডিম বিক্রি করত মধ্যপ্রদেশের ইন্দোরের রাস্তায়। ২৩ জুলাই সেখানে ইন্দোর মিউনিসিপাল করপোরেসনের দুই কর্মী ১০০ রুপি ঘুষ দাবী করে ছেলেটির কাছে। না দেয়ায় ডিমসহ তার গাড়ি উল্টে দেয় তারা। বাংলাদেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম সময় টিভি অললাইনসহ বিভিন্ন ওয়বেসাইট এবং স্যোশ্যাল মিডিয়ায় “পুলিশ” কথা উল্লেখ করে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ পুলিশের ভ্যারিফাইড ফেসবুক পেজে ঘটনাটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে বলে জানানো হয়। সেখানে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙ্গে দিল পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। প্রকৃতপক্ষে, এ সংবাদের ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশ। পূর্ণাঙ্গ সংবাদে ঢোকার আগেই অনেক পাঠক এমন চটকদার শিরোনাম দেখেই উপসংহারে পৌঁছে যান, যা ক্ষেত্রমতে অপূর্ণাঙ্গ ও বিভ্রান্তিকর বার্তা দিতে পারে। বাংলাদেশে এ সংবাদটি যদি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙ্গে দিল মধ্যপ্রদেশের পুলিশ’ শিরোনামে পরিবেশন করা হয়, তবে সহজেই এ বিভ্রান্তি, এ অপূর্ণতা কাটানো যায়।
Fact খুঁজি অনুসন্ধান করে ঘটনাটি ভারতীয় পুলিশ করেছে সেটার কোন সত্যতা খুঁজে পায়নি।