কণ্ঠশিল্পী নোবেলের ‘ইউটিউব চ্যানেল ব্যান’ নিয়ে সময়নিউজের ধোঁকাবাজি

শনিবার রাত প্রায় একটায় সময় টিভির অনলাইনে “নোবেলের ১৪ লাখের ইউটিউব চ্যানেল ব্যান” শিরোনামে একটি সংবাদ আপ করা হয়। old Maxtan নামের একটি বিতর্কিত ফেসবুক গ্রুপ থেকে নোবেলের চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করলে YouTube কর্তৃপক্ষ তার চ্যানেলটি শনিবার রাতে remove করে দেয়। তবে নোবেল আবেদন করলে কয়েক ঘণ্টার ব্যবধানে চ্যনালেটি ফিরে পায়।

চ্যানেল ফিরে পাওয়ার পরেও ব্যান এর নিউজ প্রমোটঃ

‘নোবেলের চ্যানেল্ ব্যান’ নিউজ করার প্রায় ৬ ঘণ্টা পর অর্থাৎ শনিবার সকাল ৭টায় সময়নিউজ এবিষয়ে আরেকটি সংবাদ প্রকাশ করে যার শিরোনাম হল, কয়েক ঘণ্টার ব্যবধানে ফিরে এলো ‘নোবেল ম্যান’। রিপোর্টে বলা হয়, সমালোচিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল এর ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটি ব্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় ফেরত পেয়েছেন তিনি। সুত্র হিসেবে আবারও old Maxtan গ্রুপের উল্লেখ করে পূর্বের নিউজের তথ্যের সাথে মিল রেখে নতুন খবরটি প্রকাশ করা হয়। কিন্তু পূর্বের খবরটি না সরিয়ে সময়নিউজ বরং সেটা আবার তাদের Facebook page-এ শেয়ার করে। আর তা করা হয় দ্বিতীয় নিউজ অর্থাৎ চ্যানেলটি ফিরে পাবার নিউজ আপ করার এক ঘণ্টা পর।

শনিবার সকাল থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত সময়নিউজ অনলাইন মনিটর করে দেখা যায় ইউটিউব চ্যানেলটি ফিরে পাবার পরেও নোবেলের চ্যানেল ব্যান হয়েছে নিউজটি promote করা হয়েছে পাঠকদের বিভ্রান্ত করে বেশী বেশী ক্লিক, কমেন্ট আর শেয়ার পাবার জন্য। দেখা যায়, নোবেলের চ্যানেল ব্যান হওয়ার নিউজটি চ্যানেল ফিরে পাবার নিউজের চেয়ে অনেকগুন বেশী মানুষকে আকৃষ্ট করেছে। ব্যানের নিউজটি প্রথম থেকেই অনেক হিট হয় আর সেকারনেই ফেসবুকে সেটা দ্বিতীয়বার শেয়ার করা হয় যা বিভ্রান্তিকর।

রবিবার বিকাল ৫টা পর্যন্ত ব্যানের নিউজটি ১৪০০ শেয়ার, ৪ হাজার কমেন্ট পড়েছে এবং ৯৪,০০০ রিয়েক্ট জন দিয়েছে। অন্যদিকে চ্যানেল ফিরে পাওয়ার নিউজটি ৯৪ জন শেয়ার, ৪৮৭ কমেন্ট এবং মাত্র ১৯,০০০ রিয়েক্ট করেছে। চ্যানেল ব্যানের নিউজটি সময়ের ফেসবুক পেজে দ্বিতীয়বার শেয়ার করলে (চ্যানেল ফেরত পাওয়ার পর) তা ২১১ জন এবং ৬৩৪ জন কমেন্ট করে। এটা ১১,০০০ জন রিয়েক্ট করেছে।

এ বিষয়ে কণ্ঠশিল্পী নোবেল Factখুজিকে বলেন, “চ্যানেল ফিরে পাওয়ার পর সময়নিউজের উচিৎ ছিল ব্যানের নিউজটি সরিয়ে ফেলা। তা না করে বরং উল্টো ব্যানের নিউজ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমার চ্যানেলটি কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে পাই। অথচ চ্যানেল ব্যান করার সংবাদটি এখনো সময় অনলাইনে দেখা যাচ্ছে। এটা দুঃখজনক”

একই পথে ঢাকাট্রিবিউনঃ

রবিবার রাত বারোটার কিছু পূর্বে ঢাকাট্রিবিউন নোবেলের চ্যানেল ব্যান করার সংবাদ অনলাইনে প্রকাশ করে। আর তা করা হয় সময়নিউজের সংবাদের সাথে মিল রেখে এবং চ্যানেলটি ফিরে পাবার অন্তত ১৫ ঘণ্টা পর। পাঠকদের বিভ্রান্ত করে ক্লিক, কমেন্ট আর শেয়ার পেতে এমনটি করা হয়েছে। এই সংবাদ মাধ্যমটিও বিতর্কিত old Maxtan ফেসবুক পেজের তথ্যের ভিত্তিতেই সংবাদটি করে। এখানেও বিতর্কিত ফেসবুক গ্রুপটিকে ‘সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করা হয়।

বিতর্কিত Facebook পেজের তথ্য নিয়ে নিউজঃ

নিউজ করার ক্ষেত্রে সময়নিউজ এবং ঢাকাট্রিবিউন এমন এক ফেসবুক গ্রুপের উপর নির্ভর করেছে যা বিতর্কিত। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে old Maxtan এর তথ্য নিয়ে নিউজ করা হয়। অথচ এই গ্রুপের বিরুদ্ধে সেলেব্রিটি দের ফেসবুক আইডি হ্যাক এবং ডিজেবল করার অভিযোগ রয়েছে। তারা সাইবার স্পেস ক্লিন করার নামে অবৈধ ভাবে ফেসবুক আইডি হ্যাক, ডিজেবল করে থাকে যা আইনের সাথে সাংঘর্ষিক। এই গ্রুপটি নোবেল এর ইউটিউব চ্যানেল বিরুদ্ধে রিপোর্ট করে সাময়িকভাবে চ্যানেলটি বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এটা করে তারা তাদের গ্রুপের পোস্ট দিলে সেই পোস্টের ভিত্তিতে সময়নিউজ ও ঢাকাট্রিবিউন নিউজ করে।

নিউজটি করার ক্ষেত্রে সময়নিউজ এবং ঢাকাট্রিবিউন-দুটি নিউজ পোর্টালই old Maxtan সম্পর্কে বা তাদের দেয়া তথ্য যাচাই করেনি। এমনকি তারা কেউ কণ্ঠশিল্পী নোবেল বা তার কোন সহকর্মীর সাথেও যোগাযোগ করেনি।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.