একেকজন বাংলাদেশি একেকটা ভাইরাস বোমা” ইতালির প্রধানমন্ত্রী এমনটি বলেননি

Factখুঁজি প্রতিবেদক, ১৩ জুলাই ২০২০

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বাংলাদেশীদের নিয়ে এমন মন্তব্য করেছেন শিরোনাম দিয়ে দৈনিক ইত্তেফাক শনিবার (১১ জুন) তাদের অনলাইনে সংস্করণে নিউজ করে। একই ধরনের শিরোনাম ব্যবহার করে আরও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এই খবরটি প্রকাশ করে। এর পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশীদের নিয়ে এধরণের কথা বলেছেন কিনা সত্যতা জানতে কয়েকজন Factখুঁজির সঙ্গে যোগাযোগ করে। অনুসন্ধান করে দেখা যায়, ইতালির প্রধানমন্ত্রী এমন কোন বক্তব্য দেননি। দীর্ঘদিন ইতালিতে বসবাসকারী কয়েকজন বাংলাদেশী এবং সে দেশের একজন সাংবাদিকের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া যায়নি। তবে তারা বলেন, ইতালির পুলিশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলাদেশীদের নিয়ে ঐ ধরনের মন্তব্য করেন।

আমাদের অনুসন্ধানে আরও দেখা যায়, ইতালির কোন সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক কোন মিডিয়া ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশীদের ভাইরাস বোমা বলে মন্তব্য করেছেন এমন কোন খবর প্রকাশ করেনি।

ইত্তেফাকের ভুল শিরোনামঃ

“একেকজন বাংলাদেশি একেকটা ভাইরাস বোমাঃ ইতালির প্রধানমন্ত্রী”, এমন শিরোনামে একটি খবর শনিবার সকাল ১১টায় ইত্তেফাক পত্রিকার অনলাইনে দেখা যায়। খবরটি ইত্তেফাকের ফেসবুক পেজে পোস্ট করলে তা অনেক মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ইত্তেফাকের নিউজটি করা হয়েছে শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারের উপর ভিত্তি করে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রী কন্তে ইতালিতে আগত বাংলাদেশীর মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া এবং বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করার বিষয়ে কথা বলেন।

তবে শনিবার বিকালে অনলাইনের শিরোনামটি পরিবর্তন করে নতুন শিরোনামে খবরটি প্রকাশ করে ইত্তেফাক। যদিও শিরোনামটির ডিজিটাল প্রমাণ থেকেই যায়। তাছাড়া কিছু ফেসবুক ব্যবহারকারী স্ক্রিনশট নিয়ে তাদের ওয়ালে শিরোনামসহ পোস্ট দেয়। এ বিষয়ে জানতে চাইলে ইত্তেফাক পত্রিকার অনলাইন বিভাগের ইনচার্জ এসএম আমানুর রহমান বলেন, “এটি আমাদের ইতালি প্রতিনিধির ভাষান্তরজনিত ভুলের কারনে হয়েছে। ‘বাংলাদেশীরা একেকজন একেকটা ভাইরাস বোমা’ উদ্ধৃতি দিয়ে সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। আমাদের প্রতিনিধি বুঝতে না পেরে সাংবাদিকের বক্তব্য কন্তের বক্তব্য বলে সংবাদ করেন। তবে সাক্ষাৎকারটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে আমরা ঐ শিরোনাম সরিয়ে ফেলি।”

তবে ইতালির প্রধানমন্ত্রীর খবরটি ইত্তেফাকের প্রিন্ট ভার্সনেও শুক্রবার রাতে ছাপা হয় ভিন্ন শিরোনামে। ১১তম পৃষ্ঠায় প্রকাশিত খবরেও ইতালির প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি দিয়ে বলা হয়, “একেকজন বাংলাদেশি একেকটা ভাইরাস বোমা। আমরা আমাদের দেশকে বোমা থেকে দূরে রাখতে আপাতত ফ্লাইট স্থগিত করেছি।”

ইত্তেফাকের এই শিরোনাম এবং সংবাদকে ভিত্তি করে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত দেশ ও বিদেশের অনেক নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করে। এদের মধ্যে আছে Bangla Channel NY, xpress24.news, British Bangla Travel, bijoyerbangla.com (বিজয়ের বাংলা), পরিবর্তন টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রকাশিত খবরটিও ভাইরাল হয়ে যায়।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.