Factখুঁজি প্রতিবেদক, ২৩ জুলাই ২০২০
ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সরকার নেয়নি। “বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড” নামের একটি ভুয়া ফেসবুক পেইজ থেকে আজ বুধবার সন্ধ্যায় একটি পোস্ট দিয়ে এমনটি জানানো হয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে এই তথ্যটি ছড়ানো হয়েছে। ভুয়া ফেসবুক পেইজের ফলোয়ার আড়াই লাখের উপরে হওয়ার কারনে মিথ্যা তথ্যটি দ্রুত হাজার হাজার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, “বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড” নামে কোন বোর্ড বাংলাদেশে নাই। শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে “Education Boards Bangladesh” নামে একটি ওয়েব সাইট আছে। এছাড়াও আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। কোথাও ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এমন তথ্য দেয়া হয়নি। তাছাড়া মুল ধারার কোন গণমাধ্যমেও এ বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশিত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আজ রাত পৌনে এগারটার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি।
দৈনিক শিক্ষা ডট কমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। গত ঈদের আগেও একই ধরনের মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার করা হয়েছিল বলে তিনি Factখুঁজিকে জানান।