সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হত্তয়া এই ছবিটি বাংলাদেশে আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির জন্ম দিয়েছে। একটি আরব দম্পতির ছবি দাবি করে এটিকে ‘পুরুষতান্ত্রিক রক্ষণশীল আরব সমাজের প্রতিচ্ছবি’ বলে পোস্ট দিচ্ছেন অনেকে। অন্যরা আবার সেটি শেয়ার করছেন এবং আরব সংস্কৃতি ও নারীর স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু সত্যি হলো এটি একটি ফটোশ্যুটের ছবি যেখানে দু’জন মডেল পোজ দিয়েছেন।
জেইমি গেইল (Jaimy Gail) নামের এক তরুণ ফটোগ্রাফার এই ছবিটি তুলেছেন। তিনি এটি ২০১৭ সালে তুলেছেন। নেদারল্যান্ডস এর হেগ শহরের রয়াল একাডেমি অব আর্টস (Royal Academy of Arts) গ্যলারিতে এটি প্রদর্শন করা হয়।
ভিন্ন ধারার এবং বিতর্কিত বিষয়ের কারণে গেইলের অধিকাংশ আলোকচিত্রই সমালোচিত। এই ছবিটি তেমনই একটি ছবি। এটি আগেও বেশ কয়েকবার ভাইরাল হয়েছে এবং বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। বাংলাদেশেও অনেকে না বুঝে এখনও ছবিটি ভাইরাল করছেন।
Factখুঁজির অনুসন্ধাণে বেরিয়ে এসেছে এটি নিছকই মডেলিং ফটোশ্যুট। যেসব ব্লগ বা ওয়েবসাইটে এই ছবিটি ব্যবহার করা হয়েছে সেখানে ছবিটির বিষয়ে ব্যাখ্যা দেয়া আছে। বলা হয়েছে এটি নিছকই একটি ছবি, যেখানে দু’জন মডেল অংশ নিয়েছেন। এই ছবির উদ্দেশ্য ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো নয়। এটিকে একটি শিল্পকর্ম হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছে।
[FOR ALL THOSE WATCHING AT THE MOMENT: THIS IS NOT AN ANTI-ISLAM OR PRO-ISLAM IMAGE. THIS IS A STAGED WORK OF ART. WHICH MEANS THERE IS MORE IN IT THAN JUST PRO OR ANTI SOMETHING. AND ONLY AS SUCH IT HAS TO DO WITH REALITY. IF YOU ARE NOT INTERESTED IN ART OR THIS ARTIST OR ANY OTHER ARTIST ON THIS PAGE OR IN THIS BLOG, THEN PLEASE STOP THE HYPE, AND GET YOUR KICKS ELSEWHERE ON THE INTERNET = EDITOR OF VILLA NEXT DOOR – AUGUST-7-2020]