গ্রামীণফোনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত রাত হতে একটি পোস্ট হোয়াটসঅ্যাপে সার্কুলেট হচ্ছে। দাবী করা হচ্ছে, “Grameenphone 25th Anniversary Celebration Gift Raffle! Through the questionnaire, you will have a chance to get 30000 taka”। অর্থাৎ “গ্রামীনফোনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গিফট রাফল (লটারি)। প্রশ্নগুলো পূরণের মাধ্যমে আপনিও পেতে পারেন ৩০,০০০ টাকা। এটি ভুয়া।

গ্রামীণফোনের কর্মকর্তা মোঃ হাসান Factখুঁজিকে বিকালে জানান, “এধরনের কোন গিফট রাফল-এর উদ্যোগ গ্রামীণফোনের পক্ষ থেকে নেয়া হয়নি। এটি বানোয়াট। একটি চক্র আমাদের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণার চেষ্টা করছে।“
গ্রামীণফোনের ভেরিফাইড পোস্ট থেকে জানা যায়, তারা এমন লটারির আয়োজন করেননি। এ সম্পর্কে গ্রামীণফোন বলে, “প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে এই সম্পর্কিত কোনো তথ্য এভাইলাবল নেই। এ সমস্ত বিজ্ঞাপন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।”
ভুয়া এই পোস্টটি হোয়াটসঅ্যাপে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। এরকম পোস্ট তৈরি করা হয় সম্ভাব্য ভিকটিমদেরকে অর্থের এবং পুরস্কারের লোভ দেখিয়ে তাদের মূল্যবান ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ধোঁকা দিবার জন্য।
Factখুঁজির আইটি এক্সপার্ট জানতে পেরেছে, একটি ওয়েবসাইট যা জুন ২০২১ এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৈরি করা হয়, সেটা ফিশিং ও ম্যালওয়ার ছড়ানোর কাজে ব্যবহার হতে পারে।
ভিত্তিহীন পোস্টে যা আছেঃ
১. ওয়েবসাইটে গেলে প্রথমে চারটি প্রশ্ন করবে
২. Question গুলো উত্তর দেওয়ার পর question গুলো verify করে
৩. তারপর তিনবার Gift box select করতে বলে
৪. Gift box select করার পর একটা নোটিফিকেশন আসে, যেখানে Congratulations! জানিয়ে বলা হচ্ছেঃ
You did it! You won Tk 30000
The Rules
- You must tell 5 groups or 20 friends about our promotions.
- Enter your address and complete your registration.
- The gift will be delivered within 5-7 days.
এই ভুয়া সার্কুলার ফলো করলে আপনি যে বিপদে পড়তে পারেনঃ
১. আপানার WhatsApp account হ্যাক হতে পারে
২. ফেসবুক একাউন্ট ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে
৩. ম্যালওয়ার আক্রমণের শিকার হতে পারে
৪. বিশেষ করে ডিভাইস (ফোন,কম্পিউটার) হ্যাক হওয়ার সম্ভাবনা আছে