Factখুঁজি প্রতিবেদন, ১৭ অক্টোবর ২০২১
১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে এমন একটি তথ্য সামাজিক গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। যেটি সম্পূর্ণ ভিত্তিহীন।
Factখুঁজির অনুসন্ধানে দেখা যায়, গত বছরের একটি সংবাদের ভিডিও ক্লিপ কেটে এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে। ভিডিও ক্লিপটি ২০২০ সালে ঝুলন্ত ক্যাবল অপসারণের সময়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর্স
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে নেয়া। ওই সংবাদ সম্মেলনে আইএসপিএবি এবং কোয়াবের নেতারা ইন্টারনেট বন্ধ রাখার বিয়য়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ভিডিও এডিট করে, ১৬ অক্টোবর থেকে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এই গুজব ছড়িয়ে দিয়েছে। আর অনেকেই যাচাই না করে এই খবর সত্যি ভেবে নিজেদের প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে শেয়ার দিচ্ছেন।
কিছু মানুষ আবার সচেতন ভাবে অথবা ধারণাপ্রসূত মন্তব্য যোগ করে এটি শেয়ার করছেন যা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তারা বলছেন দুর্গা পূজায় সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা ও সংঘর্ষ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কোনো নোটিস আইএসপিএবি থেকে পাওয়া যায়নি। এছাড়া জাতীয় কোন গণমাধ্যমও এমন কোন সংবাদ প্রচার করেনি। Factখুঁজির অনুসন্ধানে ১৮ অক্টোবর থেকে ইন্টারনেট বন্ধ থাকা বিষয়ে সংবাদের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এটি একটি গুজব।
আপনি যা পড়ছেন তা সত্য না মিথ্যে যাচাই করুন এবং মিথ্যে সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।