চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের গুজব, আলোচনা-সমালোচনা এবং বিতর্ক। মৃত্যু ছাপিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় এখন ”হাইড্রোজেন পারঅক্সাইড দাহ্য, নাকি না”। এনিয়ে বিভিন্ন মন্তব্য ভেসে বেড়াচ্ছে। তেমন একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিতর্ক চলছে। মন্তব্যটি ছিল, ‘আগুনের ঘটনাস্থলের আশেপাশে আছেন তারা কেউ বৃষ্টিতে ভিজবেন না । হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সাথে বৃষ্টির পানি মিশে এসিড বৃষ্টির সম্ভাবনা আছে । তাই বৃষ্টি এড়িয়ে চলুন, বৃষ্টির সময় ঘরে থাকুন। বৃষ্টির সময় বের হলে ছাতা নিয়ে বের হোন।
অনেকে এটাকে ভুয়া গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন। আবার অনেকে বিভিন্ন তথ্য দিয়ে প্রমান করার চেষ্টা করছেন যে এমনটি ঘটতে পারে। তারা “এসিড বৃষ্টির” পক্ষে যুক্তি তুলে ধরে এর ফলে প্রানিকুল ও পরিবেশের কি ক্ষতি হতে পারে তা বলার চেষ্টা করছেন। মজার ব্যাপার হল এর বিপক্ষেও অনেক যুক্তি তুলে ধরা হচ্ছে। মূলত, নেটিজেনরা এসিড বৃষ্টি ও এর ক্ষতিকারক বিষয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে।
সেই মন্তব্যের প্রেক্ষিতে ”আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড” এর প্রোডাকশন অফিসার (হাইড্রোজেন পারঅক্সাইড প্ল্যান্ট) পল্লব আচার্য্য বলেন, ‘H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড এর কারনে এসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। গুজব ছড়াবেন না । বায়ুতে বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত সালফার ডাই – অক্সাইড , নাইট্রোজেন ডাই – অক্সাইড , সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে , বৃষ্টির সময় ঐ এসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে কেবলমাত্র এসিড বৃষ্টির সৃষ্টি করে । হাইড্রোজেন পারক্সাইডে এসিড বৃষ্টি সৃষ্টিকারী কোনো উপাদানই নাই । ১৫০+ ডিগ্রী তাপমাত্রায় শুধুমাত্র এটা ডিকম্পোজ হয় , ডিকম্পোজড হলে এটার রাসায়নিক বন্ধন ভেঙে অক্সিজেন মুক্ত হয়ে অগ্নিকান্ডে সহায়তা করে মাত্র । সুতরাং পারক্সাইডের কারনে এসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ।’
পল্লব আচার্য্য হচ্ছেন আল রাজি কেমিকাল কমপ্লেক্স লিমিটেড এর হাইড্রোজেন প্ল্যান্টের প্রোডাকশন অফিসার।
তবে এই বিষয়কে কেন্দ্র করে ছড়িয়ে দেয়া হচ্ছে বিভ্রান্তি। ফেসবুকের অনেক গ্রুপ আর পেজ আছে যাদের কাজ হচ্ছে যেকোনো ব্যাপারে গুজব আর বিভ্রান্তি ছড়ানো। আবার নাম সর্বস্ব কিছু অনলাইনে নিউজ পোর্টাল আছে তারাও বিভিন্ন ধরনের শিরোনাম দিয়ে পাঠক-দর্শকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এরা হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হচ্ছে।