সম্প্রতি বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম কিংবদন্তি সালমান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক গণমাধ্যমে সালমান খানের সাথে তার একটি ছবি ভাইরাল হয়। যেখেনে দাবি করা হয়েছে, সালমান শাহকে স্মরণ করে বলিউডের সালমান খান ছবিটি এঁকেছেন। এটি একটি সম্পূর্ণ মিথ্যা।
এই ছবিটি নিয়ে খোঁজা খুঁজি করে দেখা যায়, সালমান খানের সাথে থাকা আর্ট করা ছবিটির অরিজিনাল ছবিতে সালমান খান এবং তার মায়ের ছবি রয়েছে। যেটি কিনা ২০১৭ সালের ৪ ডিসেম্বর পামেলি কায়েল নামে এক ইন্ডিয়ান আর্টিস্ট তার ইনস্টাগ্রামে প্রকাশ করেন। এছাড়াও টুইটারে বেশ কিছু জায়গায় এই ছবির মালিক হিসেবে পামেলি কায়েলের নাম রয়েছে।
কিছু মানুষ একই ফ্রেমে সালমান শাহের ছবি এডিট করে বসিয়ে তা ছড়িয়ে দিয়েছে। এই ছবি দেখে সালমান খান এবং সালমান শাহের অনেক ভক্তকুল বিশ্বাস করেছেন। অনেকে ছবিতে কমেন্ট করেছেন, অনেকে শেয়ার করেছেন। এভাবেই হাজার হাজার মানুষ এডিটেড ছবির মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন।
Banglaexpress Films নামের একটি পেজে দেখা যায় ১ লক্ষ ৮৬ হাজার মানুষ এডিটেড ছবিতে লাইক দিয়েছেন এবং ৩১০০ মানুষ শেয়ার করছেন।