বড় একটি প্রতারক চক্র লটারির নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত। মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য তারা বিকাশ, নগদের ও পুলিশের নাম ব্যবহার করছে। এমনকি তারা বিভিন্ন পোস্টে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিও ব্যবহার করতেও দ্বিধা করছে না।
Factখুঁজি যাচাই করে দেখেছে, “ধ্রুব আলো একাই একশো” নামের ফেসবুক আইডি অনেক দিন ধরে প্রতারণা করে আসছে। সর্বশেষ পোস্টে তারা লিখেছেঃ
—আজকে রাতে লটারি ড্র অনুষ্ঠিত হবে য়ারা এখনো লটারির টিকিট কাটেন নাই শুধু মাত্র তাড়া (01998554232) এই নম্বর এ ফোন দিন আর টিকিট সংগ্রহ করুন টিকিট এর মূল 100 টাকা করে—
লটারি কেনার জন্য এই মোবাইল নাম্বারে কল দিলে একজন রেসিভ করে। তিনি নাম্বারটিতে ১০০ টাকা লগদ করলে লটারি WhatsApp বা Imo তে পাঠাবে বলে জানায়।
একই পোস্ট তারা গতকাল এবং আজ সকালে ব্যবহার করেছে। গতকাল এক পোস্টের মাধ্যমে তারা লটারিতে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে। এখানেও তারা মোবাইল নাম্বারটি দিয়ে লটারি কেনার জন্য মানুষকে আহ্বান করছে।
অনুসন্ধানে জানা যায়, Md Mamun Hossain নামের এক ব্যক্তি এই আইডি ওপেন করে ২১ নভেম্বর ২০২০ সালে। তখন এটার নাম ছিল Ring ID Online Job। পরবর্তীতে নাম পরিবর্তন করে ধ্রুব আলো একাই একশো রাখা হয়। অনেক দিন ধরে এই আইডি দিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। আর প্রতারণার ব্যপ্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে ১৫ জানুয়ারী ২০২২ সে গ্রুপ ওপেন করে “বাংলাদেশ লটারি গুরুপ (পুলিশ)” নামে এক ফেসবুক গ্রুপ ওপেন করে। প্রতারণামূলক পোস্ট গুলো এই গ্রুপেও শেয়ার করা হচ্ছে।
এই গ্রুপে ও আইডিতে নিয়মিত ভাবে প্রতারণামূলক পোস্ট আপ করা হয়। বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে যেন মানুষ তাদের বিশ্বাস করে লটারি কিনে। অনেক সাধারণ মানুষ না বুঝে লটারি কিনে প্রতারণার শিকার হয়। শুধু তাই নয়, খোঁজ নিয়ে জানা যায়, কেউ কেউ লতারির লোভে তাদের বিকাশ Account এর গোপন পিন নাম্বার প্রতারকদের সাথে শেয়ার করে অর্থ হারাচ্ছে।