Factখুঁজি প্রতিবেদক, ১৫ জুন ২০২০
লক্ষ্মীপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অন্য দুই মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এক জনের সেলফি আর অন্য জন হাত-পা বাধা অবস্থায় পড়ে আছে এমন ছবি ব্যবহার করা হয়েছে। Factখুঁজি এ নিয়ে অনুসন্ধান করে ভাইরাল হওয়া দুই তরুনীর ছবি ও ধর্ষিতার ছবির মধ্যে কোনরূপ মিল খুঁজে পায়নি, বরং ছবিগুলো ভিন্ন ভিন্ন তিন জন মেয়ের।
এছাড়াও রাইজিংবিডির লক্ষ্মীপুর সংবাদদাতা ফরহাদ হোসেন এবং লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক মোসলেহ উদ্দিন নিশ্চিত করেছেন যে ভাইরাল হওয়া ছবির কোনটিই ধর্ষণের শিকার ছাত্রীর না।
ভিকটিম স্কুলছাত্রীর মামা মোহাম্মাদ রায়হানের সাথে Factখুঁজি যোগাযোগ করলে তিনি বলেন, ধর্ষিতা হিসেবে যাদের ছবি Facebook-এ ছড়ানো হচ্ছে তারা আমার ভাগিনা না, এসব মিথ্যা ও অপপ্রচার।
কারাগারে আটক যুবকদের ধর্ষক ও খুনি বলে প্রচারঃ
গত বুধবার (১০ জুনে) দিবাগত রাত ২:৩০ মিনিটে পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী থেকে ৮ ‘ছিনতাইকারীকে’ আটক করে। পরের দিন বৃহস্পতিবার (১১ জুনে) তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয় এবং সকলকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
আটকের ঘটনার প্রায় দেড় দিন পর শুক্রবার (১২ জুনে) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। জেলে আটক ৮ জনের মধ্যে ৪ জনের ছবি Facebook-এ পোস্ট করে তাদের ঐ তরুণীর ধর্ষক ও হত্যাকারী কিসেবে প্রচার করা শুরু। অল্প সময়ের মাঝে তাদের ছবি ভাইরাল হয়ে যায়।