“জাতীয় পার্টির এমপি ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ইন্তেকাল করেছেন” এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। সত্যিই তিনি মারা গেছেন মনে করে অনেকে বিভ্রান্ত হচ্ছেন।
সংবাদমাধ্যমে খোঁজাখুঁজি করে দেখা যায়, দীর্ঘদিন ফুসফুসজনিত রোগের কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৫ নভেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হয়। তার ছেলে সাদ এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারপারসন জিএম কাদের সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অথচ কিছু ব্যক্তি, গোষ্ঠী এবং অনলাইনে নিউজ পোর্টাল সচেতনভাবে রওশন এরশাদ মারা গেছেন বলে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালিয়ে গুজব সৃষ্টি করেছেন এবং মানুষকে বিভ্রান্ত করেছেন। এদের মধ্যে আছে Voice of Bangladesh, ভোরের আলো, ও সুমন মাহমুদ
অনেকে বিশ্বাস করে নিজ প্রোফাইল শেয়ার করেন।
দলীয় ব্যক্তিবর্গ এবং পরিচিতজনরা এমন গুজবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তারা জানান, রওশন এরশাদ বর্তমানে বাংককের বাম্রুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যেকোনো তথ্যের সত্যতা যাচাই করুন। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে আমাদের জানাতে পারেন। আমরা সঠিক তথ্য তুলে আনবো আপনাদের সামনে। info.factkhujii@gmail.com ইমেইল অথবা ফেসবুকে যোগাযোগ করুন।