নাফিয়া ইসলাম ফারিয়া, ২২ মার্চ ২০২২
সময় নিউজসহ কয়েকটি গণমাধ্যম মেসির বার্সেলোনায় ঘুরতে যাওয়া নিয়ে এমন ভাবে শিরোনাম করছে যেন তিনি পিএসজিতে খেলতে না পেরে তার পূর্বের ক্লাবে ফিরে গেছেন।
বার্সেলোনায় ফিরে গেলেন মেসি! সময় নিউজের এমন শিরোনাম দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। কেননা, নিউজে এর প্রতিফলন দেখা যায় না। নিউজের তৃতীয় প্যারায় বলা হয়েছে, অবসর কাটাতে মেসি বার্সেলোনায় ঘুরতে গেছেন।
জাগোনিউজের শিরোনাম আরও বেশি বিভ্রান্তিকর। তারা লিখেছেন, হয়নি পিএসজি-অভিষেক বার্সেলোনায় ফিরলেন মেসি। নিউজটি তাদের ফেসবুকে যেভাবে শেয়ার করা হয়েছে তা পাঠকদের আরও বেশি বিভ্রান্ত করেছে। স্ট্যাটাসে লেখা হয়েছে, নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরলেন মেসি।
অনেক অনলাইন নিউজ পোর্টাল এধরনের সংবাদ পরিবেশন করে, যা একটি বড় সংখ্যক পাঠককে বিভ্রান্ত করে। তাদের মনে এই ধারনা হয় যে পিএসজিতে খেলতে না পারায় সে আবার বার্সেলোনায় ফিরে গেছেন।
সময় নিউজের নিউজটিতে ৩২০০ মানুষ লাইক দেয় এবং ২০৩ জন শেয়ার করে। অন্যদিকে, জাগোনিউজে লাইক পড়েছে ১৪,০০০ এবং ৩৪১ জন কমেন্ট করেছে।
মেসির খবরটি দুটি সংবাদমাধ্যমেই আজ সর্বাধিক পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। অথচ অন্য সব খবরগুলো এত সংখ্যক পাঠককে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। যেমন জাগোনিউজে ২১ আগস্টের নিউজটি গত ১০ ঘণ্টায় মাত্র ৮৩টি লাইক পেয়েছে।
পাঠক ধরতে বাংলাদেশের অনেক গণমাধ্যম ভুয়া খবর ছড়ায়। এছারাও বিভিন্ন রকমের বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করে থাকে। এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।