২০২৩ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৫০% কমিয়ে আনার বিষয়ে ফাইজারের সিইও আলবার্ট বোর্লারের বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি প্রতারণার উদ্দেশ্যে এডিট করা হয়।
“ফাইজার সিইও বলেছেন ২০২৩ সালের মধ্যে বিশ্বের ৫০% জনগন কমানো তাদের স্বপ্ন ছিল” এডিট করা ভিডিওতে এমন দাবী করে বলা হয় যে তিনি ২৫ মে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমন স্বপ্নের কথা বলছেন। ভিডিওটি ২৮ মে ব্রিটিশ একটি ভিডিও হোস্টিং সার্ভিস থেকে প্রকাশ করা হয় যার শিরোনামে দেয়া হয়, “উন্মোচিত ! ফাইজারের সিইও বলেছেন ২০২৩ সালের মধ্যে জনসংখ্যা ৫০ শতাংশ হ্রাস করা তাদের স্বপ্ন।” তবে তিনি এমনটি বলেননি। ভিডিওটির অংশবিশেষ এডিট করে বিভ্রান্তি ছড়ানোই ছিল তাদের উদ্দেশ্যে।
আসলে ফাইজার পৃথিবীর গরীব জনসংখ্যা, যারা ফাইজারের মত নামি দামী কোম্পানি ওষুধ বা ভ্যাকসিন কেনার সামর্থ্য রাখেন না, তাদের জন্য একটি নতুন ঘোষণা নিয়ে হাজির হয়েছিলেন ২৫ মে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) একটি আলোচনা অনুষ্ঠানে। সেখানে ফাইজারের সিইও ডব্লিউইএফ-এর নির্বাহী চেয়ারম্যান ক্লজ স্কোয়াব এর সাথে কথোপকথনের এক পর্যায়ে বলেন যে, “আমাদের স্বপ্ন ছিল ২০২৩ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যার যে অংশ আমাদের ওষুধের ব্যয় বহন করতে পারেন না তাদের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা।”
সুত্রঃ https://youtu.be/9ccd3LMNMl8
এদিকে ফাইজার তাদের নতুন ঘোষণায় উল্লেখ করেছে যে, বোর্লার নেতৃত্বে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও তাদের বর্তমান ও ভবিষ্যতে পেটেন্ট-কৃত ওষুধগুলো বিশ্বের ৪৫টি নিম্ন আয়ের দেশে অ-লাভজনকভাবে বিক্রয়ের প্রক্রিয়া করছে। যেটি বিশ্বের আরো ১২০ কোটি লোক যারা ফাইজার এর ওষুধ এর ক্রয়ক্ষমতা রাখেন না, তাদের কে অন্তর্ভুক্ত করবে। আরো পড়ুনঃ https://investors.pfizer.com/Investors/News/news-details/2022/Pfizer-Launches-An-Accord-for-a-Healthier-World-to-Improve-Health-Equity-for-1.2-Billion-People-Living-in-45-Lower-Income-Countries/default.aspx