ওয়েবসাইট চেকঃ
বাংলাদেশে অনলাইনে নিউজ পোর্টালের সংখ্যা কারো পক্ষে বলা সম্ভব নয়। কেউ বলে অন্তত ১৫,০০০ আবার কেউ বলে এই সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে। কেননা, প্রতিনিয়ত আমরা নতুন নতুন কোন পোর্টাল আসছে। অনেক সময় ওয়েবসাইট এর সত্যতা নিয়ে সংশয় জাগে। আবার প্রায়ই দেখা যায় প্রতারক চক্র বিভ্রান্তিমূলক তথ্য তথাকথিত অনলাইন পোর্টালের নামে প্রকাশ করে। করোনাকালে ভুয়া লটারির নামে বা বিকাশ তার গ্রাহদের প্রণোদনা দিচ্ছে এমন প্রতারনামুলক তথ্য ও সংবাদ প্রচার করে ভুয়া নিউজ পোর্টালের নামে। আবার রাজনৈতিক দলগুলোও নিজ নিজ পোর্টালের মাধ্যমে প্রচারণা চালায়।
আপনি কীভাবে একটি ওয়েবসাইট চেক করবেন?
ধাপ ১: প্রথমে আপনি আপনার পছন্দমত একটি ব্রাউজার ওপেন করে, যেমন Google Chrome or Firefox এর পর www.synapsint.com এ চলে যান।
ধাপ ২: এই টুলের (tool) search অপশনে আপনি যে ওয়েবসাইটটি চেক করবেন তার লিংকটি দিন। অর্থাৎ লিঙ্ক কপি করে পেস্ট করুন। এখানে আমরা somoyerchitra.com এর লিঙ্ক ব্যবহার করবো। এই নামে ওয়েবসাইট থাকলে তার সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে যাবো।
ধাপ ৩: Search অপশনে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটির Registration, Ip Address, Sub-domain, Location, Whois এর তথ্য পেয়ে যাবেন।
এভাবে আপনি সহজে জানতে পারবেন ওয়েবসাইটটি কোথায় থেকে পরিচালিত হচ্ছে। কারা এর সাথে জড়িত। এইভাবে আপনি সহজে একটি ওয়েবসাইট এর তথ্য যেমন সহজে পেয়ে যাবেন এবং ওয়েবসাইট এর সত্যতা জানতে পারবেন।
এমন আরও অনেক ধরনের টুল আছে যেগুল ব্যবহার করে আমরা ওয়েবসাইট যাচাই করতে পারি। যেমন woorank.com তাদের মধ্যে একটি।