ভাইরাল তথ্যচেক:
আমরা ফেসবুকে প্রতিনিয়ত দেখি অনেক পোস্ট ভাইরাল হচ্ছে। কিন্তু আমরা কি এর সত্যতা খুঁজি? হয়তো না। আমরা না জেনে পোস্টগুলো শেয়ার করে থাকি অথবা লাইক দেই বা কমেন্ট করি। এটা বিপদজনক। এতে করে একটা মিথ্যা তথ্যকে নিজেদের অজান্তে ছড়িয়ে দিতে পারি। আবার এর ফলে অনেক সত্য ঘটনা মিথ্যা তথ্যের আড়ালে হারিয়ে যেতে পারে।
ভাইরাল তথ্যচেক এর ক্ষেত্রে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, Mainstream media ভাইরাল হওয়া বিষয়ে সংবাদ প্রকাশ করেছে কিনা। যদি প্রকাশ করে না থ।কে তাহলে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রি সাহারা খাতুন মারা যাওয়ার পর “পুতুল উপনির্বাচনে অংশ নিচ্ছেন” এমন একটি তথ্য গত ১৯ আগস্ট ২০২০ social Media ছড়িয়ে পড়ে। ভাইরাল এই তথ্যটি আপনি কিভাবে যাচাই করতে পারেন। বা এটি একটি গুজব কিনা তা শনাক্তে আপনার করনীয় কী?
প্রথমে “পুতুল উপনির্বাচনে ” এই keyword টি Manually Google এ সার্চ করবেন। যদি দেখেন কোন Mainstream Media সংবাদ প্রকাশ করে নাই। তখন বুঝে নিতে হবে, ছড়িয়ে পড়া তথ্যটি সত্য নয়, এটি একটি গুজব!
এখন আসি এই ধরনের গুজব কোথায় থেকে ছড়ানো হয়েছে এবং কবে থেকে, কারা ছড়িয়েছে, এই তথ্য
জানতে আপনি whopostedwhat.com নামের এই Tool টি ব্যবহার করে সহজে শনাক্ত করা সম্ভব।
কীভাবে ব্যবহার করবেন এই Tool টি?
ধাপ ১– প্রথমে আপনার পছন্দ মত একটি ব্রাউজার ওপেন করুন |
ধাপ ২ – তারপর আপনি www.whopostedwhat.com এই লিংকে চলে যান।
ধাপ ৩– এই লিংকে যাওয়ার পর দেখবেন specific day, month, specific year ক্যাটাগরি।
ধাপ ৪ – Specific day এর কোন পোস্ট খুঁজতে হলে specific day অপশনে ঐ পোস্ট এর কিছু keyword ব্যবহার করতে পারেন, যেমন ধরুন
” পুতুল উপনির্বাচনে” এই keyword ব্যবহার করে, posts about এর পাশে দেখবেন তারিখ অনুসন্ধান করার অপশন, আপনার সন্দেহজনক তারিখ টি বেছে নিয়ে search বাটনে ক্লিক করুন। তখন দেখা যাবে ফেসবুক Redirect করে আপনাকে ঐ নিদিষ্ট তারিখের পোস্টে নিয়ে যাবে। তখন আপনি কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।
Specific month, specific year ও এমন ভাবে অপারেশন চালাবে।