ভিডিওচেক:
আপনাদের নিউজফিডে প্রতিনিয়ত কোন না কোন ভিডিও ভেসে উঠছে। এমন অনেক ভিডিওতে এমন শিরোনাম ও কাভার দেয়া হচ্ছে যেন আপনাকে সহজেই আকর্ষণ করা যায়। অথচ এসব অনেক ভিডিও তৈরি করা হয়েছে জোড়াতালি দিয়ে অপপ্রচারের উদ্দেশ্য এবং আপনাকে বোকা বানিয়ে বেশী বেশী লাইক আর শেয়ার পাওার জন্য। না জেনে অনেকেই তা ফেসবুকে আর ইউটিয়ুবে শেয়ার করছে এবং প্রতারনার শিকার হচ্ছে।
Factখুঁজি “আজান বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর মন্তব্য নিয়ে বিভ্রান্তি” এই শিরোনামে একটি ফ্যাকচেক স্টোরি করার সময় এসম্পর্কিত বেশ কিছু ভিডিও ইউটিউবে দেখতে পায়, যেগুলো এডিটেড বা বানানো। পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রবণতা অনেক বেশী দেখা গেলেও বাংলাদেশ এখন পর্যন্ত অনেক সীমিত।
এখন আপনি কিভাবে অনুসন্ধান করবেন একটি ভিডিও আসল নাকি বানানো? Fake news devunker by InVID & WeVerify নামের টুল দিয়ে আপনি তা করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কয়েক ধাপ অনুসরণ করতে হবে। আপনি এই টুলটি দিয়ে video analysis, keyframes, Thumbnails, Metadata, Video rights ইত্যাদি যাচাই করতে পারবেন।
ধাপ ১ – আপনার Google Chrome ব্রাউজার টি খুলে Fake news devunker by InVID & WeVerify লিখে সার্চ করুন। তারপর যে URL টি আসবে ক্লিক করুন।
ধাপ ২ – তারপর Add to Chrome অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ – Add to Chrome অপশনে ক্লিক করারর পর checking এর জন্য সময় নেবে, তারপর Add Extension অপশনে ক্লিক করুন।
ধাপ ৪ – তারপর video Analysis অপশনে ক্লিক করুন। এই video Analysis অপশনে আপনি Facebook, YouTube, Twitter এর যেকোন ভিডিও লিংক বিশ্লেষণ করতে পারবেন।
আপনার কাঙ্ক্ষিত লিংকটি সার্চ অপশনে দিন। তারপর Submit অপশনে ক্লিক করুন।
ধাপ ৫ – Submit অপশনে ক্লিক করার সাথে সাথে Thumbnails Reverse Search করে
আপনার সন্দেহজনক YouTube/facebook/Twitter video url টির Thumbnails Redirect করে Google এ নিয়ে যাবে অনুসন্ধান করার জন্য।তখন আপনি সহজে বুঝতে পারবেন কোন Main stream Media সংবাদ প্রকাশ করেছে কিনা, যদি না করে থাকে তাহলে বুঝতে হবে এই ভিডিওটি ফেইক এবং মনগড়া।
তাছাড়া আপনি ভিডিওটির Description, channel information, video comments ইত্যাদি পেয়ে যাবেন।