“এয়ারপোর্ট রোড আর্মি ক্লাব এর পাশে একটি শিশুকে ব্যাগে রেখে চলে যায়” এই শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে গত ২৮ মার্চ, সোমবার, বিকাল ৫ টা ০৬ মিনিটে, ‘ইত্যাদি- Ittadi’ নামে একটি ফেসবুক পেইজ থেকে। এটি আসলে ১৫ অক্টোবর ২০২০ এর একটি ভিডিও, যা সময় টিভি তে প্রচার করা হয়, “রাস্তা থেকে তুলতুলে গড়নের এক নবজাতক উদ্ধার” এই শিরোনামে।
সময় নিউজের খবরটিতে বলা হয়, নবজাতক শিশুটিকে একটি কাপড়ের ব্যাগে চেইন খোলা অবস্থায় বিকাল ৫টায় রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্ট এর সামনের ফুটপাতের পাশে ঝোঁপে দেখতে পান সড়কে কর্মরত ট্রাফিক পুলিশ এর সার্জেন্ট সমরেশ মন্ডল এবং কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটিকে জাতীয় শিশু ইনস্টিটিউট এ স্থানান্তর করে হয় এবং নাম রাখা হয় মোহাম্মদ আল হাসান।

ভাইরাল হওয়া এই পোস্টটি প্রায় ৯ হাজার মানুষের রিয়েকশন পেয়েছে।
আজকে ৩১ তারিখেও এটি ভাইরাল হচ্ছে। Fatema Mostafa এর ওয়াল থেকে “এরা কি মানুষ!” শিরোনামে এবং মাইশা ইসলাম এর ফেসবুক ওয়াল থেকেও হৃদয় বিদারক ক্যাপশনে ভিডিওটি শেয়ার করা হয়েছে গত ২৯ মার্চ বিকালে, এই বলে যে ঘটনাটি গত ২৮ তারিখ ঘটেছে। অনেকেই ঘটনাটি এই বছরের মনে করে বিভ্রান্ত হচ্ছেন।