আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম মারা গেছে বলে আবারও খবর ছড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করাচির লিয়াকত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে ভারত এবং বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম গতকাল ও আজ রিপোর্ট করেছে। তার মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যপক আলোচনা চলছে। তবে নির্ভরযোগ্য কোন মিডিয়াতে তার মারা যাওয়ার খবর এখনও প্রকাশিত হতে দেখা যায়নি। Fackখুঁজি অনুসন্ধান করে তার মৃত্যুর খবরের সত্যতা খুঁজে পায়নি।
দাউদ ইব্রাহিম মারা যাওয়ার খবর গতকাল প্রথম প্রচার করে ভারতের সংবাদ প্রতিদিনসহ কয়েকটি সংবাদ মাধ্যম। গোয়েন্দা সুত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে রিপোর্ট করা হয়। সংবাদ প্রতিদিনের খবরের বরাত দিয়ে আজ রোববার বাংলাদেশ প্রতিদিন খবরটি ছেপেছে।
তবে খবরটি ভুয়া বলে ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভারতের একটি ফ্যাক্টচেকিং সাইট। শনিবার বিকাল চারটায় Newsmeter.in দাউদ ইব্রাহিমের মারা যাওয়ার খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছে। বিভিন্ন মিডিয়ার সাথে সাক্ষাৎকারে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম তার ভাইয়ের মারা যাওয়ার খবরকে মিথ্যা বলে উরিয়ে দিয়েছেন।
এদিকে Fackখুঁজি দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর যাচাই করার জন্য পাকিস্থানের করাচি ও ভারতের কয়েকজন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে। সবাই মৃত্যুর খবরটিকে গুজব বলেই মনে করছেন। করাচির এক সিনিয়র সাংবাদিক বলেন, “ভারতের গণমাধ্যমে গত দুই বছরে বেশ কয়েকবার দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর প্রচারিত হয়েছে। এটি একটি ফেইক নিউজ।”