Factখুঁজি প্রতিবেদক, ১০ জুন ২০২০
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের একটি ফেইক ফটো ব্যবহার করে ইংরেজি দৈনিক ডেইলি সান অনলাইন আজ একটি নিউজ প্রকাশ করেছে। জুনের শুরুতে নাসিমের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে Factখুঁজি এর সত্যতা যাচাই করে দেখে এটি একটি ফেইক ছবি।
চীনের হুয়ান শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন এক রুগীর ছবি ফটোশপ তার মুখমণ্ডলের উপর আওয়ামী লীগ নেতার মুখমণ্ডল বসিয়ে এই ফেইক ছবিটি বানানো হয়।
নাসিমের এডিট করা ছবি নিয়ে Factখুঁজির প্রতিবেদনটি নিচের লিংকে পাওয়া যাবে।
https://m.facebook.com/story.php?story_fbid=117168470022874&id=101865571553164
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জুনের ১ তারিখে মোহাম্মাদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। এর ঠিক দুই দিন পর তার ফেইক ছবিটি Facebook এ ছড়িয়ে পড়ে। সে সময় নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় তার বাবাকে নিয়ে কোন গুজব না ছড়ানোর জন্যে অনুরোধ জানিয়েছিলেন।