চলতি বছরের জানুয়ারি থেকে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় যে বাংলাদেশীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি অভিবাসন ভিসা আবার চালু হচ্ছে। তথ্যটি এখন আবার ভাইরাল করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।
“স্বপ্নের ডিবি লটারি ২০২২ এ আবারও আবেদন শুরু” এই শিরোনামে গত ১৮ মার্চ একটি তথ্য ফেসবুকে ভাইরাল হচ্ছে। RM Riad নামের একজন তার ফেসবুকে পোস্ট দিলে সেটা ভাইরাল হয়ে পড়ে। তিনি সেটাকে breaking News দাবি করেন। এক্ষেত্রে তিনি ‘update.exploreinfo24.com’ নামের একটি অনলাইনে ১৭ জানুয়ারী ডিবি লটারি নিয়ে প্রকাশিত একটি মিথ্যা খবরের লিংক শেয়ার করেন।
এর পূর্বে জানুয়ারির ২৮ তারিখে Hur Hur Tom নামের এক ফেসবুক আইডি থেকে একই ধরনের দাবি করা হয়। তিনি অক্টোবরের ৩ তারিখে jobnews24hrs.com নামের এক অনলাইনে পোর্টালে প্রকাশিত ভুয়া খবরের উল্লেখে করেন।
আজ ২০ তারিখ এই মিথ্যা তথ্যটি নিয়ে অনেককে পোস্ট দিতে দেখা যাচ্ছে। মূলত RM Riad এর আইডি থেকে এটি ভাইরাল হয়েছে।
এ সম্পর্কে যুক্তরাষ্ট্র দুতাবাস ওয়েবসাইট একটি সতর্কীকরন বিবৃতি দিয়ে ডাইভারসিটি ভিসা–ডাইভারসিটি অভিবাসী ভিসা জালিয়াতদের সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানিয়েছে। বলা হয়েছে, “২০১২ সাল থেকে বাংলাদেশ আর ডাইভারসিটি ভিসা কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য নয়।“
ওয়েবসাইটের লিঙ্কঃ https://bd.usembassy.gov/…/immigrant…/diversity-visa-bn/
ওয়েবসাইটে আরও জানানো হয়, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বলে বাংলাদেশ এই যোগ্যতা হারিয়েছে। কারণ ডিভি কর্মসূচি সেই দেশগুলোর জন্য যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম।