২৬ ফেব্রুয়ারি রাত থেকে ইন্টারনেট দুনিয়ায় দুটি শিশুর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে দুজন শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে ইউক্রেনিয়ান সৈন্যদের স্যালুট দিচ্ছে। এটি ২০১৬ তোলা একটি ছবি, ২০২২ এর নয়। ছবিটি চলমান যুদ্ধের কোনো স্বাক্ষর বহন করে না।
এই ছবিটিকে কেন্দ্র করে অনেকে সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। টুইটার, ফেসবুক, রেডিট এবং ইমগুর-এর মত ডিজিটাল মাধ্যমগুলোতে এমনভাবে শেয়ার করা হয়েছে যেন এটি ইউক্রেনের বর্তমান সময়ের। এর মধ্যে আছেন আমেরিকান একজন রিপাবলিকান আইনপ্রণেতা। তিনি কোনো ক্যাপশন ছাড়া ছবিটি তার টুইটারে পোস্ট করেন।
ইউক্রেনের স্বেচ্ছাসেবী ফটোগ্রাফার Dmitry Muravsky ছবিটি ২০১৬ সালে ধারণ করেছেন। এখন ছবিটি নতুন ভাবে প্রচারিত হওয়ার কারনে অনেকে বিভ্রান্ত হচ্ছেন।