“দক্ষিন এশিয়ার সর্বপ্রথম পানির নিচের পাতাল পথ। নির্মাণ প্রায় শেষ, এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা” এই শিরোনামে একটি ছবি ২৯ জুন থেকে ভাইরাল হচ্ছে। ছবিটি কর্ণফুলী টানেলের না। এই টানেলটি দক্ষিণ কোরিয়ার।
“ছাত্রলীগের সোনালি অর্জন” নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ছবিটি প্রকাশ করা হয়। এই গ্রুপের একজন সদেস্য Sadia Islam Parvin দক্ষিণ কোরিয়ার নির্মাণাধীন টানেলের সন্ধ্যা ৭:৩০ টায় ছবিটি পোস্ট করে। “ছাত্রলীগের সোনালি অর্জন” গ্রুপের সদেস্য সংখ্যা প্রায় আড়াই লক্ষ। ফলে বিভ্রান্তিকর ছবিটি অনেকের মাঝে ছড়িয়ে পড়ে।
Factখুঁজি যাচাই করে দেখেছে, ছবিটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এবং ইন্টারনেট থেকে নিয়ে দঃ কোরিয়ার টানেলের ছবি চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি টানেলের ছবি বলে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কর্ণফুলী টানেলের ছবির সাথে প্রকাশিত ছবির কোন মিল খুজে পাওয়া যায়নি।
ইন্টারনেট থেকে আরও জানা যায়, দঃ কোরিয়া ২০১৬ সালে ১.২ কিলোমিটার টানেল নির্মাণের সিদ্ধান্ত নেয়।