Palash Mahmud নামে একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে, ৮ অক্টোবর শুরু হবে ২০২২ এইচএসসি পরীক্ষা। মঙ্গলবার রাত থেকে এমন একটি তথ্য ভাইরাল করা হচ্ছে। এটি গুজব। এইচএসসি পরীক্ষার কোরবানির ঈদের পরে অনুষ্ঠিত হবে। তবে এখন কোনও তারিখ ঘোষণা করা হয় নি।
২০২২ সালের এইচএসসি পরীক্ষা ৮ অক্টোবর শুরু হবে এধরনের কোন খবর কোন গণমাধ্যম প্রকাশ করে নি। শিক্ষা মন্ত্রনালয় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এই সংক্রান্তে কোন নোটিশ পাওয়া যায় নি।
পরীক্ষার বিষয়ে দৈনিক শিক্ষা ২৭ জুন একটি সংবাদ প্রকাশ করে। সেখানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে কোট করে “এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই” এই শিরোনামের সংবাদে বলা হয়, আমাদের সব আঞ্চলিক পরিচালকদের কাছে বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমরা খবর পেয়েছি সিলেট ডিভিশন, কুড়িগ্রাম , জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকায় এখনও বন্যার পানি নামেনি। এ পানি নামার পর পূনর্বাসনের একটা সময়ও আমাদের দিতে হবে।